Quantcast
Channel: Recent posts across whole site
Viewing all articles
Browse latest Browse all 49197

Drupal দিয়ে বাংলা নিউজপেপার সাইট

$
0
0

সবাইকে শুভেচ্ছা,
এখানের দ্রুপাল গুরু তথা যারা দ্রুপাল ভাল জানেন তাদের দৃষ্টি আকর্ষন করছি। আমি দ্রুপাল দিয়ে নিউজপেপার সাইট তৈরী করতে চাই।

এখানে আমি বলে রাখি, আমি জুমলাতে এক্সপার্ট বা এটায় ভাল হাত আছে :) কিন্তু এখন কেমন যেন বিরক্ত লাগছে। নিউজপেপারে অনেক কিছু সহজভাবে করা যায় না যা দ্রুপালে করা যায়। আর্কাইভ সিষ্টেম নেই (আছে কিন্তু এক্সটেনশন সেটআপ করে নিতে হয়) যেখানে দ্রুপালে অনেক কিছু বিল্টইন আছে। তাই আমি দ্রুপালে মুভ করতে যাচ্ছি।

দ্রুপালেও কিছু সমস্যা আছে, এটা অনেক স্লো সিএমএস (আমার ধারনমাতে)। রিসোর্স হাংরি বলতে পারেন। এখন এই রিসোর্স হাংরি কিভাবে রকেট বেগে দ্রুত করা যায়? একটা নিউজপেপার সাইটের জন্য কিকি দ্রুপাল উপাদান / মাল মসলা দরকার? আমি দ্রুপাল বিষয়ক বাংলায় টিউটোরিয়াল খুজতেছি।

দ্রুপাল 7 নাকি দ্রুপাল 6 ভাল হবে? প্রোডাকশন সাইটের জন্য?

আমাকে যদি আপনার একটু সহযোগীতা করেন আমি কৃতজ্ঞ থাকবো। আমি wowইবুক ডট কম থেকে দ্রুপালের বই নামিয়েছি। কিন্তু আমি বাংলা টিউটোরিয়াল খুজতেছি কেননা যারা বাংলা টিউটোরিয়ালগুলো করে তারা যত্নসহকারেই করে।

আমি আপনাদের সাহায্য প্রার্থী।


Viewing all articles
Browse latest Browse all 49197

Trending Articles